বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রচারনায় ববির ৩১ সদস্যের কমিটি প্রকাশ
প্রকাশ: ১১ মে ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন | শিক্ষা
মাসুদ রানা (ববি প্রতিনিধি) :
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ এর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীকে আহ্বায়ক করে ১০মে (বুধবার) ৩০ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার এবং ইয়াসিফ আহমদ ফয়সাল৷ ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া,সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, ড. রহিমা নাসরিন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ্ সালমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আফরোজ৷
এছাড়া ১৩ জন কর্মকর্তা- কর্মচারীর আছেন এই কমিটির সদস্যপদে তারা হলেন- সুব্রত কুমার বাহাদুর উপ-পরিচালক, অর্থ ও হিসাব পরিচালকের অফিস৷ সাযযাদ উল্লাহ মোঃ ফয়সাল উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস। মুহাম্মদ মিজানুর রহামান সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিস। মোঃ মিলন সদস্য সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রারের কার্যালয়। তামান্না শারমিন সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রারের কার্যালয়। মোসাঃ দুলসাদ বেগম বীথি সহকারী রেজিস্ট্রার, বিজনেস স্টাডিজ অনুষদ। মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত সেকশন অফিসার। মুহাম্মদ জাকির হোসেন সহকারী পরীক্ষানিয়ন্ত্রক। মোঃ হাসিব মিয়া একাউন্টস অফিসার, অর্থ ও হিসাব পরিচালকের অফিস। মোঃ আরিফ হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক, গ্রেড: ১১-১৬ কল্যাণ পরিষদ। মোঃ নুরুজ্জামান হাওলাদার ২৮ দপ্তর সম্পাদক, গ্রেড: ১১-১৬ কল্যাণ পরিষদ ২০২৩। মোঃ হাসানুজ্জামান সাবেক সভাপতি, গ্রেড: ১৭-২০ কল্যাণ পরিষদ। মোঃ হাসানুল বশর সোহেল সাবেক সহ-সভাপতি, গ্রেড: ১৭-২০ কল্যাণ পরিষদ। সদস্য সচিব পদে আবু হাসান সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিস।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন আগামী ১২ ই জুন ইভিএম ভোটিং মেশিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে৷

